মলয় দে, নদীয়া :-নদীয়া জেলার শান্তিপুর ১৫ নম্বর ওয়ার্ডের লেবুতলা পাড়ার এক গৃহস্থবাড়ি থেকে উদ্ধার হয় একটি বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। সোমবার রাত ন’টা নাগাদ ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ টিকে তাঁত ঘরের মধ্যে ঢুকতে দেখে ওই গৃহস্থবাড়ির সদস্য হারাণ বিশ্বাস। এর পরেই চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। তড়িঘড়ি বনদপ্তর কে ফোন করে ওই গৃহস্থবাড়ির সদস্য হারাণ বিশ্বাস, বনদপ্তর এর নির্দেশ অনুযায়ী শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা রাত্রি নটা তিরিশ নাগাদ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ টিকে বস্তাবন্দী করে উদ্ধার করে। উদ্ধার কার্যের পরে অনুপম সাহা জানান, স্বভাবতই গরমের হালকা তাপমাত্রা বাড়ার কারণে এখন সাপের উপদ্রব বাড়বে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেকোনো সাপকে কেউ যদি আঘাত না করে তাহলে সাপ নিজে থেকে কাউকে কামড়ায় না তবুও মানুষকে সজাগ থাকতে হবে। তিনি এও জানান সাপ টিকে উদ্ধার করা হলো এখন শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছি বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে। ঠিক এক ঘণ্টার ব্যবধানে পৃথক আরেকটি এলাকায় ২ নম্বর ওয়ার্ডের ২২বিঘে অঞ্চলে কমল সরকারের বাড়ির পাশে আরেকটি সাপও উদ্ধার হয়।