দেবু সিংহ, মালদা: বকেয়া টাকা চাইতে গেলে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদা জেলার ইংরেজবাজারের পিঁয়াজিমোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পিঁয়াজিমোড়ে পানের দোকান রয়েছে রাজু শেখের। তার দোকানে প্রায় দু’শো টাকা বাকি ছিল রিন্টু শেখের। সেই টাকা রবিবার চাইতে গেলে রাজুকে উইকেট ও লাঠি দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে রিন্টু শেখ ও তার দলবলের বিরুদ্ধে। রাত এগারোটা নাগাদ ওই মারধরের ঘটনা ক্যামেরাবন্দী করেন এলাকার কিছু মানুষ। গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। রাজু শেখকে বাঁচাতে এসে আহত হন তার বাবা ও ভাইপো। তিনজনকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।