উচ্চমাত্রার ডিজে, বন্ধ করার আর্জি জানাতে গিয়ে প্রহৃত তিন সমাজকর্মী

Social

নিউজ সোশ্যাল বার্তা ,মলয় দে নদীয়া;-গতকাল শান্তিপুর পাবলিক লাইব্রেরী মাঠে রাস উৎসব উপলক্ষে নবজাগরণ সংস্থার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সমাজকর্মীগণ। অনুষ্ঠান চলাকালীন লাইব্রেরীর মাঠের সামনে দিয়ে কার্ত্তিক পূজার চলমান দুটি শোভাযাত্রায় উচ্চ শব্দযুক্ত ডিজে সাউন্ডবক্স নিয়ে যাওয়ার সময় জোড়হাত করে বন্ধ করায় অনুরোধ করেন সমাজকর্মীরা। একটি শোভাযাত্রা সে কথা শুনলেও, আরেকটি শোভাযাত্রার উদ্যোক্তা কিছু যুবক এবং মহিলা বেদম প্রহার করে পরিবেশ কর্মী অনুপম সাহা, প্রদ্যুৎ মহলদার এবং সঞ্জিত কাষ্ঠকে।

অনুপম সাহা এবং প্রদ্যুৎ মহলদারকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেয়া হলেও সঞ্জিত কাষ্ঠকে শান্তিপুর হাসপাতালে অবজারভেশন রাখার পর জানানো হয়, ইন্টার্নাল বেশ কিছু আঘাত লেগেছে তার শরীরে তাই আরো কয়েকদিন চিকিৎসাধীন থাকতে হবে হাসপাতালেই। শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের ৪২টি সংগঠন একত্রিত হয়ে গতকাল রাতেই এসপি, ডিএম, এসডিও কে মেইল করে জানায় , শান্তিপুর থানায় লিখিত অভিযোগও জমা দেওয়া হয়। ১২ ঘণ্টা পার হয়ে গেলেও, প্রশাসনের অনুরূপ সহযোগিতা না পেয়ে, আজ বিকেল চারটের সময় শান্তিপুর ডাকঘর মোড়ে গণবিক্ষোভ এবং পরিবেশ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ধিক্কার সভার ডাক দেওয়া হয়েছে।