দুষ্প্রাপ্য খুচরো পয়সা থেকে কোটিপতি হওয়ার ভিডিও দেখে, প্রতারণার শিকার নদীয়ার এক যুবক

Social

মলয় দে নদীয়া :- তামা ব্রোঞ্জ অথবা স্টিলের বিভিন্ন সময়ে চালু থাকা পয়সা যা আজ ব্যবহার হয় না, এমনই হদিস দিতে পারলে উপার্জন হবে লক্ষ লক্ষ টাকা।

ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা বিভিন্ন ইউটিউবে এ ধরনের বিজ্ঞাপন এখন বে নিয়ন্ত্রণ। আর নেট মাফিয়াদের পাতা সেই ফাঁদেই পা দেয়, বিনা পরিশ্রমে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা কিছু মানুষ।

 

নদীয়ার শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের হরেকৃষ্ণ কলোনির বাসিন্দা বছর তিরিশের অভাবী এমনই এক যুবক চৈতন্য দাস, ক্রমাগত ডুবতে থাকেন বিগত সাত দিন যাবৎ। সে পেশায় হকারী করার কারণে নানান রকম খুচরো পয়সা তার সঞ্চয়ে, আর তার থেকেই কয়েকটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতেই, উত্তর আসে কোনোটির জন্য পঞ্চাশ হাজার কোনোটির জন্য এক লক্ষ এভাবেই সে মোট সাত লক্ষ টাকা পেতে পারে। তা পেতে গেলে লাগবে প্যান কার্ড আধার কার্ড ব্যাংক একাউন্ট নাম্বার । আর সেগুলো আজ সকালে হোয়াটসঅ্যাপে দিতেই প্রতিউত্তর আসে, আড়াই হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার। কিন্তু পেশায় হকার ওই যুবক তা না দিতে পারায়, তার বিরুদ্ধে পুলিশের উচ্চ পর্যায় মামলা দায়ের করা হবে এবং তাকে হাজত বাস করানোর হুমকি দেওয়া হয়। অগত্যা নিরুপায় হয়ে শান্তিপুর থানার দারস্ত হয় ওই যুবক।

Leave a Reply