অত্যাধুনিক হ্যান্ড গ্লাভস বানিয়ে নজির সৃষ্টি করলো নদীয়ার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র 

Social

মলয় দে নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর শহরের মুচিপাড়া স্ট্রিটের বাসিন্দা যে আই এস কলেজের প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং এর ছাত্র শঙ্খ দে অত্যাধুনিক বিজ্ঞানসম্মত হ্যান্ড গ্লাভস বাড়িয়ে তাক লাগিয়ে দিলো গোটা দুনিয়াকে।

বিজ্ঞান প্রেমী এই ছাত্র স্কুলে, কলেজে নানান বিজ্ঞান প্রদর্শনী তে সুনাম অর্জন করে দীর্ঘদিন থেকেই। লকডাউন এ গৃহবন্দী হয়ে , ডিপার্টমেন্ট হেড ডক্টর বিশ্বরূপ নিয়োগীর কাছে প্রথম হ্যান্ড গ্লাভস তৈরির ইচ্ছা প্রকাশ করে। শিক্ষকের সহযোগিতা এবং বিভিন্ন তথ্য প্রদানে তৈরি হয় এই হ্যান্ড গ্লাভস। সচরাচর একবার ব্যবহারযোগ্য এই গ্লাভস এর ব্যবহার এর ফলে খরচ হয় অনেকটাই। কিন্তু বারবার ব্যবহারেযোগ্য , এই গ্লাভস স্যানিটাইজ করার সাথে স্পর্শ করা বস্তুটিও জীবাণু মুক্ত হয়। অর্থাৎ একই খরচে হ্যান্ড গ্লাভস এবং স্পর্শ করা বস্তু দুটোই স্যানিটেশন হয়।

এত অল্প সময়ে করোনা সংক্রান্ত এখনো কেউ পেটেন্ট পাইনি এবিষয়ে। তাই গত ৩১শে মার্চ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট (IPR) ইন্ডিয়া কাছে পেটেন্ট পত্র জমা দেওয়া হয় । বাকি শুধু আরো বিস্তারিত কিছু তথ্য প্রেরণ! যদি স্বীকৃতি মেলে ব্যাস তারপরেই সরকারি আর্থিক সহযোগিতায় গড়ে উঠতে পারে হ্যান্ড গ্লাভস উৎপাদন কেন্দ্র। তবে অবশ্যই সবটাই নির্ভর করছে সরকারি তৎপরতার ওপর।

একজন ছাত্রের এসময় কিছু করার প্রয়োজন আছে , এই কর্তব্যবোধ এবং প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন শান্তিপুর সাইন্স ক্লাবের সদস্যরা। ছোট থেকেই শঙ্খ যুক্ত এই ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে।

 

Leave a Reply