এগরা: পাতে ছিল আলুভাজা, সবজির তরকারি, ডাল, মাছের ঝোল, চাটনি, আর শেষপাতে বাঙ্গালীর গর্ব “রসগোল্লা”।পেট ভরে খেলেন মানুষজন । এ কোন অনুষ্ঠান বাড়ির ভোজ নয়, তৃণমূলের অবাঙালি তত্ত্বের জবাব দিতে ভোটের আগে মাছে-ভাতে বাঙালি সংস্কৃতির আবেগকে তুলে ধরে বাজিমাত করার চেষ্টা বিজেপির। প্রসঙ্গত কয়েকদিন আগে নবান্ন থেকে মা প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগে রাজ্যে আসা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আবার কখনও জেপি নাড্ডা সহ অন্যান্য নেতাদের মমতা অবাঙালি বলে আক্রমণ করেছেন। তারই জবাব দিতে এবার বাঙালিয়ানা কে হাতিয়ার করেছে বিজেপি।
বুধবার এগরা বিধান সভার অন্তর্গত ২নং ব্লকের দুবদা অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে বসে পাত পেড়ে খেলেন মাছ ডাল ভাত তরকারি ও মিষ্টি। উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিদেশ পাত্র,কনিস্ক পান্ডা, অমিয়াংশু সাহু সহ অন্যান্যরা।