নদীয়ার শান্তিপুরে বিরসা মুন্ডার মূর্তি উন্মোচনে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী

Social

মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর ব্লক এর বাবলা পঞ্চায়েতের অন্তর্গত রাজাপুকুর আদিবাসী অধ্যুষিত এলাকায় আজ বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বন মন্ত্রী  বীরবাহা হাঁসদা। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, পঞ্চায়েত প্রধান উন্নতি সরদার সহ পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিভিন্ন জনপ্রতিনিধি।

বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান জানান, আদিবাসী সমাজের মানুষ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সরকারের পাশে সব সময় আছেন এবং থাকবেন এটাই আমরা কামনা করি। আদিবাসীদের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

Leave a Reply