মলয় দে নদিয়া :৪ঠা নভেম্বর দুপুর ১২ টায় নদীয়া জেলার শান্তিপুর স্টেট ব্যাংক ব্রাঞ্চের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো শান্তিপুর নাগরিক উন্নয়ন কমিটি, উক্ত ব্যাংক কর্তিপক্ষ ও সমগ্র ব্যাংক কর্মচারীদের সাধারণ মানুষের সাথে অসহযোগিতার বিরুদ্ধে । উক্ত বিষয়কে নিয়ে তারা একটি অভিযোগ পত্রও জমা দিলেন ব্যাংক কর্তপক্ষের নিকট ।
বেশ কিছুদিন ধরেই শান্তিপুর স্টেট ব্যাংক কর্তৃপক্ষের থেকে যথেষ্ট পরিষেবা পাচ্ছেন না বলেই ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকবৃন্দ। তাদোর অভিযোগ বর্তমানে আর্থিক মন্দার বাজারে শান্তিপুর স্টেট ব্যাংকের পরিষেবার গ্রাফটি ক্রমশই যেন নিম্ন থেকে নিম্নতর হয়ে যাচ্ছে । সাধারণভাবে গ্রাহক বৃন্দের যথেষ্ট ক্ষোভ রয়েছে তাদের ব্যাংক কর্মচারীদের ব্যবহার নিয়েও । উক্ত বিষয়কে হাতিয়ার করে রানাঘাট কলেজের অধ্যাপক সোমনাথ করের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করলেন শান্তিপুর নাগরিক উন্নয়ন কমিটির সদস্যরা। বিক্ষোভ প্রদর্শনকারী দের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক সুশান্ত মঠ ছাড়াও আরও অন্যান্য নেতৃত্ব । বেশিরভাগ এটিএম গুলি বন্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হচ্ছে , আর সেই কারণেই পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শান্তিপুর নাগরিক উন্নয়ন কমিটির কর্মকর্তারা ।