দেবু সিংহ,মালদা: পুরাতন মালদা’র সাহাপুরে সাড়ম্বরে পালিত হল গণেশ জননী পুজো। শুক্রবার ছিল অষ্টমী। পূজাকে কেন্দ্র করে দিন মানুষের ঢল নামে গণেশ জননী তলায় । ওই এলাকার মিলন সংঘের উদ্যোগে গণেশ জননী উৎসব পুজো করা হচ্ছে। এবার ৩২ বছরে পা দিল এই পুজো ।অনেকটা দুর্গাপুজোর ঢঙে পালিত হচ্ছে এই পুজো জানালেন ক্লাব কর্তারা ।সাহাপুর শিবমন্দিরের কাছে এই গণেশ জননী পূজাকে ঘিরে প্রতিবছরই ভক্তদের ভিড় হয়। মালদা ছাড়াও বিভিন্ন জেলা থেকে ভিড় করেন ভক্তরা ।এমনকি পূজাকে ঘিরে বসে মেলা।
ক্লাবের সম্পাদক অভিজিৎ মন্ডল জানালেন,” আমাদের জন্মের আগে থেকে এই পুজো হয়ে আসছে। জাগ্রত এই পূজাকে ঘিরে বহু মানুষ ভিড় করেন। অনেকে মানত রাখেন। এই পুজো কে ঘিরে চারদিন ধরে মেলা হয়।”