পটাশপুরে উদ্ধার হল বিরল প্রজাতির গিরগিটি

Social

সোশ্যাল বার্তা: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২নং ব্লকের দক্ষিণ খাড় স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিরল প্রজাতির গিরগিটি রাস্তা দিয়ে পারাপার হওয়ার সময় দেখতে পায় স্থানীয়রা। এই গিরগিটি রং বদলায়। এই ধরনের গিরগিটি খুব কম দেখতে পাওয়া যায়। বিরল প্রজাতির গিরগিটিকে দেখার জন্য স্থানীয় লোকেরা ভিড় জমায়। স্থানীয় লোকেরা কিছুক্ষণ পরেই বনদপ্তরে খবর দিলে বনদপ্তর কর্মীরা এসে উদ্ধার করে গিরগিটি কে নিয়ে যায় ।

স্থানীয় মানুষজন বলেন গিরগিটি কখনও দেখেনি, তবে রাস্তার পাশের এক নয়ানজুলি থেকে উঠে রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তির নজরে আসে এই গিরগিটি। এমন বিরল ধরনের গিরগিটি দেখতে পেয়ে তারা বনদপ্তরে জানায়। এমন গিরগিটি দেখতে বহু মানুষের ভিড় জমে ঘটনাস্থলে।

Leave a Reply