মলয় দে, নদীয়া:-এক গৃহস্থ বাড়ি থেকে বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল বনদপ্তর এর কর্মীরা। শুক্রবার দুপুর নাগাদ শান্তিপুর থানা এলাকার লক্ষীতলা পাড়া এলাকায় এক গৃহস্থবাড়িতে ঢুকে পড়ে এই বিষাক্ত চন্দ্রবোড়া সাপটি । বিষয়টি লক্ষ্য করেন ওই গৃহস্থ বাড়ির লোকজনেরা। এরপরই ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ টিকে দেখে আতঙ্ক সৃষ্টি হয় ওই গৃহস্থ বাড়ির পরিবারের লোকজনের মধ্যে। তড়িঘড়ি কৃষ্ণনগর বনদপ্তর কে ফোন করলে বেশ খানিকটা সময় বাদে কৃষ্ণনগর বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বেশ খানিকটা সময় ধরে বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করার জন্য চেষ্টা চালায়। জানা যায় বিষাক্ত চন্দ্রবোড়া সাপটি আয়তনে প্রায় তিন ফুট, উদ্ধারকাজের সময় বিষাক্ত চন্দ্রবোড়া সাপটি ঘরের গ্রিলের ফাঁকে আটকে থাকায় বেশ খানিকটা সময় লাগে বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করতে। অবশেষে বনদপ্তর এর কর্মীরা ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ টিকে উদ্ধার করে বাক্সবন্দি করে। এবিষয়ে বনদপ্তর এর কর্মীরা জানান, সাপটিকে উদ্ধার করা হলো এখন বনদপ্তরে নিয়ে যাওয়া হবে।