মলয় দে নদীয়া: সারা দেশ জুড়ে চলছে লক ডাউন । গৃহবন্দি অবস্থায় উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়, কোনরকমে চাল আলু জোগাড় করে দুবেলা দুটো ফুটিয়ে খাচ্ছেন প্রান্তিক বিভিন্ন মানুষ। কিন্তু তাদের পরিবারের শিশুর সার্বিক পুষ্টির ঘাটতি থেকে যাচ্ছে, এ কথা মাথায় রেখেই এবার শিশুদের জন্য এগিয়ে এলো নদিয়া শান্তি সেবা কল্যান সমিতি।
রাজ্যের সংকটময় পরিস্থিতিতে অনেক পরিবারের শিশুদের জন্য দুধ কেনার অর্থটুকু যাদের নেই, আবার অর্থ থাকলেও তা বেবী ফুড বিক্রেতাদের দোকানে মিলছে না। সেই পরিবারের শিশুদের অভিভাবক ও অভিভাবিকাদের হাতে প্রতিদিন তুলে দেওয়া হচ্ছে শুকনো দুধের প্যাকেট ও ১ প্যাকেট বিকুট।গত ৩ দিন ধরে রানাঘাট শহরের নাসরা পাড়ায় শান্তি সেবা কল্যান সমিতির পক্ষ থেকে প্রতিদিন প্রায় ৭০ জন শিশুর খাদ্য তুলে দেওয়া হচ্ছে।
এদিন ওই কল্যান সমিতির কর্নাধার রাকেশ আলী জানান এই কাজে শিশুদের পরিবারের পাশে এসে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তারা।আগামী দিনে আরো ভাল কিছু কর্মসূচির মাধ্যমে সাধারন মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলেন আরো একবার। তাদের এই ভূমিকায় খুশি এলাকার জনসাধারণ ।