‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিতে পথে নামল হরনাথ স্কুলের পড়ুয়ারা

Social

সোশ্যাল বার্তা: নবজাতকের কাছে’ কিশোর কবির ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য’ করার ‘দৃঢ় অঙ্গীকার’ থাকলেও একদল মুনাফালোভী ও অসচেতন বিবেকহীন কিছু মানুষের জন্য ধীরে ধীরে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে।

বিভিন্ন ধরনের দূষণ মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছতে চলেছে যে জীবজগতের অস্তিত্ব বিপন্ন হওয়ার মুখে। বলা চলে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গেছে।

সমগ্র দেশের সঙ্গে ১লা অক্টোবর হরনাথ স্কুলে অনুষ্ঠিত হলো “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচি। সহযোগী ছিল We are The Common People এর সদস্যরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মশ্রী কাজী মাসুম আখতার এর নেতৃত্বে স্কুলের ছাত্র, শিক্ষক, শিক্ষকর্মী রা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

তারা বাগবাজার বাজার সংশ্লিষ্ট এলাকার যত্রতত্র ফেলে রাখা আবর্জনা নির্দিষ্ট পাত্রে সংগ্রহ করতে থাকে। একইসঙ্গে স্থানীয় দোকানদার ও জনগণকে স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কে অবহিত করে। প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে জনগণকে তারা সচেতন করার চেষ্টা করে। যদিও আবহাওয়া জনিত কারণে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ।

Leave a Reply