সোশ্যাল বার্তা পূর্ব মেদিনীপুর ঃ দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের সভাগৃহে একুশের বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে স্কুলের শিক্ষিক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দিলেন মহকুমা ও ব্লক নির্বাচন কমিশনের আধিকারিকেরা। তাঁদের ইভিএম ও ভিভিপ্যাট দেখানো হয়। কীভাবে ভোটাররা ভোট দেবেন? কীভাবে মেশিন অপারেটর করা হবে। তা দেখানো হয়। নির্বাচন কমিশন সূত্রের খবর, একুশের বিধানসভা নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেদিকেই নজর দিতে হবে। কোনরকম খামতি রাখা যাবে না। ইতিমধ্যেই পটাশপুর-২ ব্লকের সমস্ত বুথকেন্দ্রই পরিদর্শন করেছেন খোদ বিডিও তথা ব্লক নির্বাচন কমিশনের আধিকারিক শঙ্কু বিশ্বাস। কেন্দ্রীয় বাহিনীও বিভিন্ন প্রান্তে রুটমার্চ করবে বলে কমিশন সূত্রের খবর। তবে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু সুষ্ঠুভাবে ভোট করাটাই নির্বাচন কমিশনের বড়ো চ্যালেঞ্জ বলে মনে করছেন ওয়াকিবহালমহাল।