ওল্ড মালদা ফ্রেন্ডস পিজিয়ন লাভারস ও ওল্ড মালদা পিজিয়ন লাভারস এর উদ্যোগে আয়োজিত হয় পায়রা উড়ান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Social

দেবু সিংহ, মালদা:ওল্ড মালদা ফ্রেন্ডস পিজিয়ন লাভারস ও ওল্ড মালদা পিজিয়ন লাভারস এর উদ্যোগে আয়োজিত হয় পায়রা উড়ান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার সন্ধ্যে নাগাত ওল্ড মালদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওল্ড মালদা পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর শিবাঙ্কর ভট্টাচার্য, প্রাক্তন কাউন্সিলর শর্মিষ্ঠা ভট্টাচার্য,ইংলিশ বাজার পিজিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি গোপাল ঘোষ,ওল্ড মালদা পিজিয়ন ক্লাব সম্পাদক ডুগলু আলি,সভাপতি কার্তিক ঘোষ, সহ-সভাপতি অজয় দাস সহ অন্যান্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।এদিন ৩৯ জন পায়রাবাজদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কাউন্সিলর শিবাঙ্কর ভট্টাচার্য জানান, পায়রা উড়ান প্রতিযোগিতা এ বছরই প্রথম শুরু করা হয়েছে। আগামী দিনে এই অনুষ্ঠান আরও বৃহত্তম করার পাশাপাশি পায়রা প্রেমীদের পাশে থেকে তাদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Reply