নদীয়ায় সারা বাংলা ভলিবল প্রতিযোগিতা

Social

মলয় দে, নদীয়া :- সেই অর্থে কোনো বড় স্বেচ্ছাসেবী সংগঠন নয়,ক্লাব বা বারোয়ারিও নয়! আছে শুধু দিগন্ত বিস্তৃত উন্মুক্ত একখানি মাঠ । আর সেখানেই আশেপাশের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা ফুটবল ভলি যোগাসন সহ নানান শরীরচর্চা ও খেলাধুলা করে থাকে। এই খেলার ছলেই অনেকেই আজ বড় ক্রীড়াবিদ হয়ে উঠেছেন! কেউবা পেয়েছন চাকরি। আবার অনেকেই শরীর চর্চা করেন ছোট্ট পেশার হাড়ভাঙা পরিশ্রমের মাঝেই।

এইরকমই বেশকিছু মানুষের সদিচ্ছায় এবং সহযোগিতায় অল্প ক’দিনেই আন্তরিকতা আর আবেগে গড়ে উঠেছে “আমরা সুজন” ।

বুধবার নদীয়ার শান্তিপুর শহরের সেই এম,এন স্কুলের মাঠে তারা আয়োজন করেছে ৮ দলীয় সারাবাংলা ভলিবল প্রতিযোগিতার। উত্তর ২৪ পরগনা হুগলি, হাওড়া, নদীয়া বর্ধমান সহ নানা জেলা থেকে আগত খেলোয়াড়রা তাদের সেরা পারফরম্যান্স দেখিয়ে গেলেন। উদ্বোধনী হিসেবে মহিলাদের ভলিবল প্রদর্শনী ম্যাচ ছিল বিশেষ আকর্ষণ।

Leave a Reply