মলয় দে, নদীয়া :আগামীকাল অর্থাৎ ১১ই ফেব্রুয়ারী থেকে নদীয়ার শান্তিপুরে শুরু হচ্ছে দ্বিতীয় শান্তিপুর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ৷ এবার সিনেমা প্রেমীরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও স্বাদ নিতে পারবেন সিনেমার। সন্দেশ টিভির অফিসিয়াল পেজে বিনামূল্যে আগামী ১১-১২-১৩ ফেব্রুয়ারি জুড়ে চলবে এই ফেস্টিভ্যাল। আর ১৪ তারিখ শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে সিনেমা দেখা, পরিচালক-দর্শক কথোপকথন। সিনেমার কলাকুশলীদের সাথে আলাপচারিতার মাধ্যমে ঋদ্ধ হবেন দর্শক।
বিশ্বের প্রায় ২৩টি দেশের ৬০টির বেশি সিনেমা নিয়ে শুরু হতে চলেছে দ্বিতীয় শান্তিপুর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে থাকছে ডকুমেন্টরি, ফিচার, অ্যানিমেশন ইত্যাদি নানা স্বাদের সিনেমা। থাকছে মহিলা চিত্র পরিচালকদের জন্য আলাদা বিভাগ। আজ এক সাংবাদিক সম্মেলনে শান্তিপুর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফোরামের পক্ষে রোহিতাশ্ব মুখোপাধ্যায় এবং তাঁর বন্ধুরা শান্তিপুরের সিনেমাপ্রেমী, সংস্কৃতিমনষ্ক মানুষদের কাছে ফিল্মফেস্টিভ্যালকে সফল করার আবেদনও জানিয়েছেন ৷