মলয় দে, নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার হাকিম আলি এবং ২৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চ’র বাসিন্দা মঙ্গল মন্ডল সামনাসামনি বাড়ি হলেও ব্যবধান একটি রাস্তা। হাকিম গ্রাজুয়েট, মঙ্গল উচ্চমাধ্যমিক পাশ । এদেশে বিভিন্ন চাকরি চেষ্টা করেও সুরাহা না মেলায়, অভাবী পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ৪ বছর আগে পাড়ি দেয় সুদূর সৌদি আরব। সেখানে একটি শপিং মলে কাজ করতেন দুই বন্ধু। গত ১৭ই অক্টোবর সন্ধ্যা ৭ টা নাগাদ একটি বাসে করে ওমরা হজ সেরে, মক্কা থেকে ফেরার সময় মদিনার ঠিক ১৭০ কিলোমিটার আগে স্থানীয় হিজড়া রোডে তাদের বাসটি ধাক্কা মারে একটি তেলের ট্যাঙ্কারে সাথে।
বাসে থাকা ৩৯ জনের মধ্যে ৩৫ জন বশীভূত হয়ে যায়, ৪ জনকে স্থানীয় আলহাম নার্সিংহোমে ভর্তি করা হয়। পরিবারবর্গের অভিযোগ শপিং মল মালিক বা কর্তৃপক্ষের কাছ থেকে দেহাবশেষ ফেরানোর ব্যাপারে কোনো সহযোগিতা পাচ্ছে না। ন্যূনতম সংবাদটিও পাওয়া গেছে সৌদি আরবে অন্য স্থানে কাজ করা শান্তিপুরের কিছু প্রবাসীদের কাছ থেকে।এদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।