প্রীতম ভট্টাচার্য: সম্প্রতি এক অভিনব শিল্পকলার আয়োজন করেছিলো কলকাতার কিছু শিল্পী। করোনা আবহে শিল্পীদের শিল্পকলার চাহিদা ও বেঁচে থাকার স্বপ্ন ক্রমশ ক্ষীন হচ্ছে। করোনার ভয়াল গ্রাসে বেঁচে থাকার তাগিদে শিল্পীদের ক্রমশ পেশাবদল ঘটছে। এই রকম পরিস্থিতিতে একদল শিল্পীর অভিনব উদ্যোগ খোদ কলকাতার বুকে।
ভাবনাটা দানা বেঁধেছিলো অনেকদিন ধরে বেহালার তরুন শিল্পী বাপ্পা ভৌমিকের মাথায়। এই করোনাকালে শিল্পীরা যখন দিশাহীন, তখন বাপ্পা ও তার দুই সহযোগী শিল্পী সুদেষ্ণা সাহা, রুপালি রায়ের উদ্যোগে ৭ ই জানুয়ারী ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নাকতলা সম্মিলনী ক্লাবের মাঠে হয়ে গেলো এক অভিনব শিল্প কর্মশালা ” ক্যানভাস ক্যারাভান” নামে।
মহিলা ও পুরুষ শিল্পী মিলে মোট চোদ্দজন শিল্পীর হাতের রঙ তুলিতে এক নান্দনিক শিল্পরস ফুটে উঠলো মিনি ট্রাকের গায়ে,ট্রাকের সারা গায়ে চললো আঁকিবুকি শিল্পীদের। তাদের কথায় এরকম অভিনব ক্যানভাসে আমাদের মনের ছবি ফুটিয়ে তুলতে পেরে আমরা খুব খুশি, আরও ভালো লাগছে শহরের রাস্তায় আমাদের শিল্পকলা সকলে উপভোগ করবে। ছবি ঘুরে বেড়াবে শহরে।
এই অভিনব শিল্প কর্মশালার উদ্বোধনে ছিলেন শিল্পী সমীর আইচ,অতনু বসু,অরিন্দম দত্ত,প্রদীপ রক্ষীত, হরিৎ বসু।