আমফান ঝড়ের হাত থেকে রক্ষা পেতে, মাঝিরা নৌকা তুলছেন ডাঙ্গায়

Social

মলয় দে, নদীয়া : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান যার কারণে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, আবহাওয়া দপ্তর, স্থানীয় প্রশাসন , সংবাদমাধ্যম প্রত্যেকে সতর্ক করেন নদীউপকূল অঞ্চল গুলিতে। সেখান থেকে সরানো হচ্ছে সাধারণ মানুষকে ,সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা পালনের পরিস্থিতি খতিয়ে দেখছেন প্রশাসন।

নদীয়া জেলার শান্তিপুররের ভাগীরথী তীরবর্তী নৃসিংহপুর অঞ্চল, মেথির ডাঙ্গা, গুপ্তিপাড়া ঘাট, চর পানপাড়া ঘাট, সহ বিভিন্ন মৎস্যজীবীরা প্রত্যেকে তাদের দলে থাকা নৌকা ডাঙায় তুলে রাখছেন বিপদ এড়ানোর জন্য।

এমনকি তারা সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে ২-৩ দিন কর্ম বিরতি রাখবেন। গঙ্গার তীরবর্তী কাঁচা বাড়ীঘরগুলোর পরিস্থিতি আরো ভয়ানক। তারা অনেকেই মহিলা এবং বাচ্চাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করছেন।

Leave a Reply