সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে চলছে । লক ডাউনে সীমান্তবর্তী দিন খাওয়া মানুষের সাহায্যে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন জাগরন ।
গতকাল মঙ্গলবার নদীয়া জেলার সীমান্তবর্তী ভারত বাংলাদেশ বর্ডার এলাকার দত্তফুলিয়ার কাছে শ্রীরামপুর, হাবাসপুর বর্ডার ও ঝোড়পাড়া চেকপোস্ট গ্রামের ৪৭০ পরিবারের হাতে দৈনিক রেশন -চাল, ডাল, সোয়াবিন, তেল, আলু, চিড়ে, ময়দা, গুড় তুলে দেওয়া হল সংগঠনের পক্ষ থেকে ।
জিরো পয়েন্ট এলাকায় যেখানে মানুষ সাধারনত অনেক প্রতিকূলতার মধ্যে দিন কাটায় । লকডাউনে তাদের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। তাদের কাছে জাগরন পৌছোনোয় তাদের মুখে স্বস্তির হাসি ফুটেছে। এই কর্মসূচিতে
উপস্থিত ছিলেন রানাঘাট ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী খোকন বর্মন।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য জাগরন এর আগে লকডাউন পর্যায়ে রাণাঘাট ২নং ব্লকের ৭০টা গ্রামের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলেছে এবং প্রায় ৮০০০ এর বেশি পরিবারের হাতে খাবার তুলে দিয়েছে। জাগরন এর সভাপতি আশিষ কুমার বিশ্বাস জানান , নদীয়া জেলা জুড়ে কোনো অসহায় মানুষকে কষ্টে থাকতে দেবেন না তাদের সংগঠন । জাগরনের সদস্য রা প্রস্তুত ভারত মায়ের সেবায়।পাশাপাশি মহাকুমা শাসক , সমষ্টি উন্নয়ন আধিকারিক , পুলিশ প্রসাশন এবং বিএসএফ যেভাবে তাদের সহযোগিতা করেছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।