দেবু সিংহ,মালদা: করোনা আবহে জেলাজুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবারে এগিয়ে এলো ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।
শনিবার এই সংগঠনের উদ্যোগে রক্ত সংকট মোকাবিলায় শহরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গোটা মালদা শহর জুড়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়। হাতে প্ল্যাকার্ড এবং ব্যানার সহকারে নির্বাচনের মুহূর্তে এবং করোনা আবহে রক্ত সংকট মোকাবিলায় জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
তার পাশাপাশি আগামী রবিবার এই সংগঠনের উদ্যোগে শহরের আই এম এ ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।