মালদায় অনুষ্ঠিত হলো ভ্রাম্যমান রক্তদান শিবির

Social

দেবু সিংহ,মালদা: এক ভ্রাম্যমানও রক্তদান শিবিরের শুভ সূচনা হলো মালদা শহরের পুলিশ লাইন এলাকায় সিএমএইচ বাংলোয়। রবিবার উক্ত রক্তদান শিবিরের রক্তদান করে শুভ সূচনা করেন ডা: শৈবাল ব্যানার্জি মুখ্য স্বাস্থ্য আধিকারিক মালদা। এই রক্তদান শিবিরের ভ্রাম্যমান গাড়িটি মালদা শহর সহ বামনগোলা ও হবিবপুর ব্লকের ৫ টি কেন্দ্র থেকে রক্ত সংগৃহীত করে। উক্ত শিবিরে জন রক্তবন্ধু রক্তদান করেন। রক্তদান শিবির গুলির নেতৃত্ব দেন শ্রী অনিল কুমার সাহা জেলা রক্তদান শিবির আহ্বায়ক ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা। সুদৃশ্য রক্তদান সম্বলিত ট্যাবলো সহ বাসটি রক্ত সংগ্রহের উদ্দেশ্যে রওনা হলে রাস্তার দু’পাশে উৎসাহী জনগণের ভিড় ছিল লক্ষ্য করার মতো। শিবিরে দাতা সংগ্রহে বিশেষ ভূমিকা নেন ডা: তুষার কান্তি বণিক সভাপতি পাকুয়াহাট সমবেত প্রয়াস , শ্রী বরুণ সরকার সম্পাদক পাকুয়াহাট সমবেত প্রয়াস, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার রক্তদান আন্দোলনের কর্মী সুরজিৎ মন্ডল ও দোলন ব্যানার্জি প্রমূখ।

Leave a Reply