নিউ সোশ্যাল বার্তা: কালীপুজো কে ঘিরে রয়েছে উন্মাদনা । নদীয়া জেলার ধুবুলিয়া কালী পূজার জন্য বিখ্যাতও বটে । এই উৎসবের মধ্যেও সাধারণ মানুষের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশন । সূত্রের খবর অনুযায়ী, আজ সকাল বেলা ধুবুলিয়া রেলওয়ে স্টেশনের, স্টেশন মাস্টার ফোন করে স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশন কে জানান একজন ভবঘুরে স্টেশনে পড়ে আছেন।
(স্নান করাচ্ছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য)
ওনার ডান পায়ে প্রচন্ড ঘা এবং সেখানে ম্যাগট হয়ে গেছে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই ফাউন্ডেশনের সদস্য এবং সদস্যা পলাশ, তিয়াসা, সুমন এবং নিরঞ্জনের প্রচেষ্টায় তাকে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পায়ের ক্ষত স্থান থেকে অনেকগুলি পোকা বের করা হয় ও পা পরিষ্কার করা ।
(ধুবুলিয়া স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার পরে)
ধুবুলিয়া স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও নার্সদের অক্লান্ত পরিশ্রমে এখন তিনি অনেকটাই সুস্থ । ।মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তার বাড়ি মুর্শিদাবাদ জেলায় । সংস্থাটির পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তিকে স্নান করানো হয় । দেওয়া হয় নতুন পোশাক । একমাত্র ভালোবাসাই পারে এই মানসিক ভারসাম্যহীন মানুষদের সঠিক দিশা দেখাতে ।