দেবু সিংহ,মালদা: রাত পেরোলেই সাধারণতন্ত্র দিবস। তার আগে কড়া নজরদারি চলছে গোটা মালদা জেলা জুড়ে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালায় জেলা পুলিশের পাশাপাশি পুলিশের গোয়েন্দা বিভাগও।
সোমবার সকালে স্পর্শকাতর এলাকাগুলি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মালদা টাউন স্টেশনে তীক্ষ্ম নজরদারি চালায় পুলিশ। এদিন ট্রেনের ভেতর থেকে স্টেশন চত্বর-সব ঘুরে ঘুরে দেখেন পুলিশকর্মীরা। পাশাপাশি সরকারি বাস স্ট্যান্ড থেকে জনবহুল এলাকাগুলি নজরদারি চালানো হয়। সঙ্গে পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি অভিযান। সাধারণতন্ত্র দিবসে অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তবর্তী এলাকাগুলি তল্লাশি চালায় বিএসএফ জওয়ানেরা। অতন্দ্র প্রহরায় রয়েছেন তাঁরা।