ব্যাগ ভর্তি টাকা কুড়িয়ে পেয়েও ফেরত দিয়ে নজির গড়ল ব্যবসায়ী

Social

মলয় দে নদীয়া :- ওষুধের হোলসেলের দোকানে কাজ করতেন রানাঘাটের রাহুল কুণ্ডু। দোকানে দোকানে কালেকসন করে টাকা রাখতেন ব্যাগে । কখন যে ব্যাগ পড়ে গিয়েছে সে খেয়াল করেনি। সেই টাকার ব্যাগ ফেরত দিয়ে নজির গড়লেন ব্যবসায়ী ।

রানাঘাটের ব্যবসায়ী তুলসী কুন্ডু । রানাঘাটের ১১নম্বর ওয়ার্ডে তুলসীবাবুর একটি দোকান আছে। কুড়ি পঁচিশ দিন আগে একটি ব্যাগ কুড়িয়ে পান তুলসীবাবু, খুব একটা গুরুত্ব না দিয়ে দোকানেই রেখে দেন যদি কেউ খোঁজ করেন। এতদিন পরেও কেউ খোঁজ না নিলে আজ নিজেই ব্যাগটি খোলেন। খুলে দেখতে পান ব্যাগের মধ্যে ওষুধের গুরুত্বপূর্ণ কাগজ ও নগদ অনেক টাকা। সেখানেই মেলে হোলসেল দোকানের নাম্বার। ফোন করে জানান ব্যাগ পাওয়ার কথা ।

রানাঘাট পৌরসভার মুখ্য পৌর প্রশাসকের উপস্থিতিতে বুধবার সেই টাকা ভর্তি ব্যাগ আসল মালিকের হাতে।

ব্যাগের মালিক রাহুল কুন্ডু জানান “এতদিন পর টাকা এবং ব্যাগ পাবো নিজেই ভাবিনি। খুব ভালো লাগছে এখনো যে সৎ মানুষ আছেন কাকু তা প্রমাণ করলেন । ওনার দীর্ঘায়ু কামনা করি” ।

 

Leave a Reply