মলয় দে, নদীয়া:- বহু প্রাচীন শরীরচর্চার ভারতীয় ঐতিহ্য হলো যোগ! বিজ্ঞানসম্মত এই শারীরিক ব্যায়াম শুধুমাত্র আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করে তাই নয়, শরীর ও মনের সুস্থতাও রক্ষা করে। বেশ কিছু বছর যাবত কাল থেকে, অভিভাবকরা তাদের সন্তানদের, যোগাসনে প্রশিক্ষণ নিতে পাঠিয়ে নিজেরাই অনুশীলনে রপ্ত হয়েছেন অনেকটাই!
বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন নিয়মিত শেখানোর বন্দোবস্ত করেছেন এলাকা ভিত্তিক। গতকাল এমনই একটি সংস্থার পক্ষ থেকে সারাবাংলা যোগাসন প্রতিযোগিতা আয়োজন করেছিল নদীয়ার শান্তিপুর শহরের একটি বেসরকারি অতিথি আপ্যায়ন লজে। প্রায় প্রত্যেক জেলা থেকেই প্রতিনিধিরা অংশগ্রহণ করতে এসেছিলেন এখানে।
বয়স এবং যোগব্যায়ামের ধরনের ওপর ৩৭টা গ্রুপের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করেন তারা। আয়োজক সংস্থার পক্ষে বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষক এবং বিচারকদের সংবর্ধিত করা হয়। সকাল দশটা থেকে শুরু করে প্রায় সাড়ে তিনশত প্রতিযোগী প্রতিযোগিনী যোগ প্রদর্শন চলে বিকাল ৪ টা পর্যন্ত।
আয়োজক সংস্থার পক্ষ থেকে উদ্বেগজনক ভাবে জানানো হয়, সরকারি বিধি ব্যবস্থা থাকলেও তা চাহিদার সামান্য অংশ মাত্র! যোগব্যায়ামকে ভালোবেসে শুধুমাত্র আবেগবশত এ ধরনের ব্যয়বহুল প্রতিযোগিতা আয়োজন করে থাকি নিজেদের খরচে ! সরকারি সহযোগিতা পেলে, আরো অনেক কিছু করা সম্ভব।