রমিত সরকার, নদীয়া: আগামী ২৭শে জানুয়ারী বৃহস্পতিবার থেকে চালু হতে চলেছে কল্যাণী এইমস-এর আউটডোর। আটটি বিভাগ নিয়ে এই আংশিক আউটডোর পরিষেবা চালু হচ্ছে। বিভাগগুলি হল মেডিসিন, সার্জারি, স্ত্রীরোগ, শিশু, ত্বক, চোখ, নাক-কান-গলা ও মনোরোগ। প্রতিটি বিভাগে রোগী দেখবেন এখানকার একজন করে বিভাগীয় চিকিৎসক। এছাড়াও রেসিডেন্ট চিকিৎসক নিয়োগের প্রক্রিয়াও চলছে। নিয়োগ শেষ হলে তাঁরাও বসবেন আউটডোরে। এক নির্দেশনামায় কল্যাণী এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, সোম থেকে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আউটডোর চলবে। আগে থেকে নাম লিখিয়ে রাখা রোগীরাই দেখাতে পারবেন। সকাল আটটা থেকে দুপুর ১টা পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। কীভাবে নাম লেখাতে হবে, জানিয়ে দেওয়া হবে শীঘ্রই। শনি, রবি সহ যে কোনও কেন্দ্রীয় সরকারি ছুটির দিন আউটডোর বন্ধ থাকবে। তবে ইমার্জেন্সি, রোগ ও রক্তপরীক্ষা, ওষুধের দোকান, ভর্তি ও ইন্ডোর পরিষেবা এখনই চালু হচ্ছে না।
রবিবার এই প্রসঙ্গে কল্যাণী এইমস-এর অধিকর্তা ডাঃ রামজি সিং জানান, ২৭ জানুয়ারি থেকে আটটি বিভাগীয় ওপিডি নিয়ে আউটডোর পরিষেবা চালু হচ্ছে। জরুরি বেশ কিছু যন্ত্রপাতি চলে এসেছে। আরও কিছু আসছে।