মালদা টাউন হাই স্কুলে স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে রক্তদান শিবির

Social

দেবু সিংহ,মালদা:স্বেচ্ছাসেবী সংস্থা আবেগের প্রয়াসের উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় রবিবার মালদা টাউন হাই স্কুলে প্রাঙ্গনে মুমূর্ষু রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ২০ জন রক্তবন্ধু, সংকটময় মুহূর্তে রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধকরনে বক্তব্য রাখেন , আবেগের প্রয়াসের সম্পাদক গার্গী নন্দিনী সামন্ত, ভারত স্কাউটস এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির কাউন্সিলর আশিস কুন্ডু ও প্রসেনজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কুন্ডু, চিকিৎসক আর. সমন্ত, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার কার্যকারী সদস্য দোলন ব্যানার্জি, প্রমূখ।

Leave a Reply