পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন

Social

সোশ্যাল বার্তা : এই বছর একাদশতম বর্ষে পড়ল জাতীয় ভোটার দিবস উদযাপন। ২০১১ সাল থেকে ২৫ জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। ভোটদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতেই জাতীয় ভোটার দিবস পালন করে নির্বাচন কমিশন। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি গঠিত হয় ভারতীয় নির্বাচন কমিশন। নতুন ভোটারদের ভোটদানে উত্‍সাহিত করতে ২০১১ সাল থেকে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা শুরু হয়।

প্রতি বছরের মতো এবারও জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সোমবার নির্বাচন কমিশনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক বিভু গোয়েল, সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ। জাতীয় ভোটার দিবস উপলক্ষে দিন অঙ্কন প্রতিযোগিতা, এবং প্রশাসনিক ভবনের সামনে একটি ট্যাবলো অনুষ্ঠিত হয়।

Leave a Reply