২৭শে জানুয়ারী চালু হচ্ছে কল্যাণী এইমসের আউটডোর 

রমিত সরকার, নদীয়া: আগামী ২৭শে জানুয়ারী বৃহস্পতিবার থেকে চালু হতে চলেছে কল্যাণী এইমস-এর আউটডোর। আটটি বিভাগ নিয়ে এই আংশিক আউটডোর পরিষেবা চালু হচ্ছে। বিভাগগুলি হল মেডিসিন, সার্জারি, স্ত্রীরোগ, শিশু, ত্বক, চোখ, নাক-কান-গলা ও মনোরোগ। প্রতিটি বিভাগে রোগী দেখবেন এখানকার একজন করে বিভাগীয় চিকিৎসক। এছাড়াও রেসিডেন্ট চিকিৎসক নিয়োগের প্রক্রিয়াও চলছে। নিয়োগ শেষ হলে তাঁরাও বসবেন আউটডোরে। […]

Continue Reading