বেসরকারি বিদ্যালয় খুললেও বন্ধ রয়েছে সরকারি বিদ্যালয়, অবিলম্বে বিদ্যালয় খোলার আবেদন   

Social

মলয় দে নদীয়া :-বেসরকারি বিদ্যালয় শান্তিপুর পাবলিক স্কুল রয়েছে খোলা। অথচ বিভিন্ন সরকারি বিদ্যালয় রয়েছে বন্ধ। ক্ষোভ সৃষ্টি হয়েছে পড়ুয়া মহলে।

পাবলিক স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে অভিভাবকদের আবেদনের ভিত্তিতে শুরু হয়েছে বিদ্যালয় তবে তাদের পঠন পাঠনের উদ্দেশ্যে নয়, ছাত্র-ছাত্রীদের অ্যাক্টিভিটি টাস্ক করানোর উদ্দেশ্যে। গরমের ছুটির স্থগিত আদেশ আসলেও ছুটি বাড়ানোর বর্ধিত নির্দেশ তাদের কাছে আসেনি, তাই আজ ১৬ ই জুন থেকে খোলা হয়েছে বিদ্যালয়।

এই বিষয়ে বেসরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা,জানান অনলাইনে ক্লাস হলেও ছেলে মেয়েদের ক্ষতি হচ্ছে যথেষ্ট, তাই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন খোলার ব্যাপারে। শান্তিপুর সার্কেল

অবর বিদ্যালয় পরিদর্শক দূরাভাষে জানান, বেসরকারী বিদ্যালয় আমাদের অন্তভুক্ত নয়, তবে অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখতে পারি।

সরকার পোষিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানান, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়ার কারণে, ছেলেমেয়েদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করতে হয়েছে। বেসরকারী বিদ্যালয় খুলেছে তাতে আপত্তি নেই তবে সরকারী বিদ্যালয় লম্বা গরমের ছুটিতে কেনো বন্ধ তা নিয়ে রয়েছে প্রশ্ন। অভিমানের সুরে তারা বলেন, মোটা টাকা মাইনে দিয়েছে হয়তো তাদের কথা মান্যতা দেওয়া হয়েছে, আমাদের মতন অভাবীদের সরকারি নির্দেশ বাধ্য হয়েই মেনে চলতে হবে।

Leave a Reply