দেবু সিংহ,মালদা:কৃষক আইন বাতিলের দাবিতে দিল্লিতে চলছে আন্দোলন। কৃষি আইন বাতিলের দাবি এবং দিল্লিতে কৃষক আন্দোলন কে সমর্থন করে গতকাল মালদা শহর জুড়ে ধিক্কার মিছিল করল শ্রমিক কৃষক ক্ষেতমজুর ছাত্র যুব মহিলা কর্মচারী সংগঠনসমূহ।
মালদা শহরের রথবাড়ি থেকে এই মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে। মিছিল শেষে রথবাড়ি এলাকায় কিছুক্ষণের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং অবরোধ উঠে যায়।