সোশ্যাল বার্তা: করোনার কারনে স্কুল, কলেজের পঠনপাঠন বন্ধ রাখা হয়। ই-ক্লাসের ব্যবস্থা করা হয়। ই ক্লাস চালু হওয়ায় অনেক পড়ুয়া ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি তাদের মোবাইল,ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটার না থাকার কারনে। পড়ুয়াদের সমস্যা কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা ঘোষনা করে। সেই মতো বৃহস্পতিবার নবান্ন সভার ঘরে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের সমস্ত স্কুলের দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য নির্ধারিত ১০ হাজার টাকা প্রদানের অনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন জেলার ছাত্রছাত্রীদের সাথে কথাও বলেন।
রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম ডেভেলপমেন্ট অভিক দাস, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক আমেনুল হাসান সহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও প্রতিনিধিরা।
পূর্ব মেদিনীপুর জেলায় ৪৫৮ টি স্কুলের ৪৫৫৪১ জন পড়ুয়া এই পরিষেবা পাবে। তার জন্য ইতিমধ্যে ৪৫ কোটি ৫৪ লক্ষ ১০ হাজার টাকা জেলা স্কুল শিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে তালিকায় থাকা পড়ুয়ারা তাদের ব্যাঙ্ক একাউন্টে ১০ হাজার টাকা পেয়ে যাবেন। বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের এই ধরনের পদক্ষেপকে সাধুদাব জানিয়েছে পড়ুয়া, অভিভাবক – অভিভাবিকা থেকে শিক্ষক- শিক্ষিকারা।।