নদীয়ায় বৃহন্নলার বাড়িতে বোমাবাজির অভিযোগ, এলাকা দখলের লড়াইয়ে জেরবার

Social

মলয় দে, নদীয়া:-নদীয়া কল্যাণী গয়েশপুর অঞ্চলে বৃহন্নলাদের দুটি গোষ্ঠীর দীর্ঘদিনের এলাকা দখলের লড়াইয়ে, একাধিকবার বৈঠকের পর সালিশি সভায় বিফল হয়ে হাল ছেড়েছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি থেকে রাজনৈতিক নেতৃত্ব। কল্যানীর গয়েশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর তৃতীয় লিঙ্গের বাসিন্দা মৌসুমী সাহার বাড়িতে বুধবার রাতে আনুমানিক ১১টা ৫৪ মিনিট নাগাদ বোমা মারার ঘটনা ঘটে। এই ঘটনার পরদিন সকালে কল্যানী থানার সামনে প্রায় ৫০ জন বৃহন্নলা বিক্ষোভ দেখায় । ববিতা নামে একজন অসুস্থ হয়ে পড়েন। বিক্ষোভকারীরা জানান, রানাঘাট, বিজপুর এলাকায় তাদেরই সম্প্রদায় ভুক্ত তৃতীয় লিঙ্গের দল, ভাড়া করা দুষ্কৃতী নিয়ে একাধিকবার চড়াও হয়েছে তাদের উপর।  বিক্ষোভ দেখানোর সময়, অভিযুক্ত দুই-একজন ঘটনাস্থলে এসে পৌঁছালে, পরিস্থিতি বেসামাল হয়ে রণক্ষেত্র চেহারা নেয় কল্যাণী থানা চত্বর। এরপর দীর্ঘ করার প্রচেষ্টায় বিক্ষোভ প্রশমিত করে নিয়ন্ত্রণ আনে প্রশাসন। বিক্ষোভকারীরা একটি স্মারকলিপি জমা দেয় এসডিও র কাছে।

প্রশাসনিক সূত্রে জানা যায়, অতি শীঘ্র তাদের নিয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি চেষ্টা করবে প্রশাসন।

Leave a Reply