মলয় দে, নদীয়া:- নদীয়া শান্তিপুর শহরের বাগআঁচড়া গ্রামের দিলীপ রায়ের কন্যা পলি রায়ের ৩ বছর আগে বিবাহ ওই গ্রামেরই এক যুবকের সাথে। পূর্বে তাতঁ শ্রমিক হিসেবে কাজ করলেও, লকডাউন এর পর থেকে রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে পলি দেবীর স্বামী। বিয়ের পর থেকেই, সোশ্যাল মিডিয়ায় বিভৎসভাবে আসক্ত হয়ে পড়ে সে। গ্রাম বাংলার পরিবেশ এবং আর্থিক উপার্জন কম থাকার কারণে প্রায়শই এ বিষয়ে অশান্তি লেগে থাকতো শাশুড়ী স্বামী’র সাথে।
গত ১৯শে জানুয়ারি মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে বসে পড়ে বৌমা। ছেলে, কাজে যাবে তাই রান্নার জোগাড় করার কোন ব্যবস্থা না দেখে শাশুড়ি বলেন কিছু কথা। অভিমানী বৌমা, কাউকে কিছু না বলে নিজের ঘরে, দরজা বন্ধ করে সিলিং এর সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ বাদে সকলে দরজা ভেঙে দেখি, তার মৃতদেহ। পুলিশে খবর দিলে মৃতদেহ শান্তিপুর থানায় নিয়ে আসা হয় রানাঘাট মর্গে ময়নাতদন্ত পাঠানোর উদ্দেশ্যে।