মলয় দে,নদীয়া :- নদীয়ার চাকদহতে তোলাবাজির অভিযোগ। চাকদহ ব্লক এর দুবরা গ্রাম পঞ্চায়েতে নিউলি আশ্রমপাড়া ইলেকট্রিক হাইটেনশন এর কাজ করতে নবদ্বীপের থেকে এখানে কাজ করতে আসা ঠিকা শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠল। অভিযোগ রাত পোনে দুটোর সময় দুই দুষ্কৃতী এসে চড়াও হয় এবং ওই দুষ্কৃতীরা ওই ঠিকা কর্মীদের কে জানায় যে তাদেরকে ১০ বস্তা সিমেন্ট দিতে হবে অন্যতায় ফল ভালো হবে না পরবর্তীকালে সেই ঠিকা কর্মী সিমেন্ট দিতে অস্বীকার করায় ওই দুই দুষ্কৃতী লোহার রেঞ্জ এবং হাতুড়ি দিয়ে ঠিকা কর্মী লেবার সর্দার কে গুরুতর আঘাত করে এবং এর ফলে ওই ঠিকা কর্মীর মাথা ফেটে যায় এবং হাত কেটে যায় । কর্মীদের অভিযোগ কর্মীর হাতে তিনটি সেলাই পর্যন্ত পড়ে পরবর্তীকালে আরও সাত-আটজন দুষ্কৃতী এসে ঠিকা কর্মীরা যে ক্যাম্পে থাকতো সেই ক্যাম্পে এসে, ক্যাম্পে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। পাশে থাকা একটি বাইক তাতেও সে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় । মাত্র ১০ বস্তা সিমেন্টের জন্য এত বড় একটি ঘটনা ঘটায় দুষ্কৃতীরা ফলে সেই ক্যাম্পে থাকা সমস্ত ঠিকা কর্মীরা বর্তমানে খুবই ভীতসন্ত্রস্ত হয়ে রয়েছেন। পরবর্তীকালে খবর যায় পুলিশের কাছে এবং রাতেই চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল পরিদর্শন করে সমস্ত কথা তারা শুনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।