সোশ্যাল বার্তা : অতিমারি করোনা পরিস্থিতিতে এই বিধ্বস্ত পৃথিবীতে অনেক মানুষ মানবসমাজকে সুস্থ রাখতে সাহসিকতার সঙ্গে লড়াই করছে এই বিষয়ে ব্যতিক্রম নয় ছাত্রছাত্রীরাও । রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশনের ৭৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো সেচ্ছায় রক্তদান শিবির।
এই সংকটময় পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে সামান্য অংশীদার হিসেবে মানুষের পাশে দাঁড়াতে আজ সকাল ১০ টা নাগাদ বিদ্যালয় কক্ষে সরকারি বিধি নিষেধ মেনে রক্তদান শিবিরের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। রক্তদান শিবিরের ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল দেখার মতো।শিবিরে ৪০ জন রক্ত দান করেন যার মধ্যে পুরুষ ছিলেন ৩৫ জন এবং মহিলা রক্ত দাতা ছিলেন ৫ জন। রক্ত দাতাদের উৎসাহ দিতে বিদ্যালয়ের পক্ষ থেকে রক্ত দাতাদের হাতে একটি করে স্বামীজীর বই, পুষ্পস্তবক, শংসাপত্র দেওয়া হয় ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র তথা প্রাক্তন প্রধান শিক্ষক হরিহর দাস মহাপাত্র, প্রাক্তন শিক্ষক বিজয় কৃষ্ণ মাইতি, প্রাক্তন ছাত্র অতনু দাস মহাপাত্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা । বিদ্যালয়ের প্রধান শিক্ষক রক্তদাতারা যেভাবে এই করোনা পরিস্থিতিতে এগিয়ে এসেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানান।