মলয় দে নদীয়া:-শনিবার শ্রী শ্রী শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি দিনটি সমগ্র দেশ জুড়েই পালিত হলো যথাযথ মর্যাদায়।
এদিন নদীয়ার নবদ্বীপ শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনেও আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের।
আর এই বিশেষ দিনে এদিন ভোর থেকেই আশ্রমে বহু ভক্তের সমাগম হতে থাকে।
ভরে অনুষ্ঠিত হয় মঙ্গলারতি, তার পর, সূচী অনুযায়ী পর পর হতে থাকে বেদপাঠ, স্তব গান, বিশেষ পূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, হোম ইত্যাদি। সকাল ১১টায় ধর্মালোচনা করেন রহড়া রামকৃষ্ণ মিশন বালক আশ্রম প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার অধ্যক্ষ স্বামী দিব্যগুণানন্দজী মহারাজ। তিনি ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনাবলী শ্রোতাদের সামনে তুলে ধরেন। ভোগারতির পর দুপুরে আয়োজন করা হয় প্রসাদ বিতরণেরও।
রামকৃষ্ণ মিশন সুত্রে জানা যায়
এদিন সন্ধ্যায় আরতির পরে নাটমন্দিরে সঙ্গীত পরিবেশন করবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট গায়ক স্বামী শিবাধীশানন্দজী মহারাজ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন কুমার চট্টোপাধ্যায়, নবদ্বীপ শাখার সভাপতি ডঃ শিহরণ চক্রবর্তী, সহ-সভাপতি সব্যসাচী মন্ডল, সহ-সম্পাদক সন্দীপ পাল সহ বহু বিশিষ্টজন।