দেবু সিংহ,মালদা: ইংরেজবাজার শহরে এবার খুলছে জেলার দ্বিতীয় সুফল বাংলার স্টল। প্রায় ২৪০০ স্কোয়ার জায়গা জুড়ে থাকবে এই বিপনী। প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এটি। বুধবার সকালে জেলা শাসক দপ্তর সংলগ্ন পুল গ্যারেজ স্থানটি সুফল বাংলা স্টলের জায়গা হিসেবে পরিদর্শন করলেন জেলাশাসক রাজষি মিত্র এবং জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির কর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই স্টলে টাটকা শাকসবজি থেকে শুরু করে আনাজ পত্র সবই মিলবে বাজার থেকে বেশ কিছুটা কম দামে। কৃষকদের কাছ থেকে সরাসরি উৎপাদিত পণ্য কিনে নিয়ে নাগরিকদের কাছে বিক্রি করার সুযোগ থাকবে। জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অনুপম মৈত্র বলেন চার মাসের মধ্যেই এই বিপনী চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এটি।