নদীয়ার শান্তিপুরে জনবহুল এলাকা থেকে উদ্ধার বিলুপ্ত প্রজাতির কচ্ছপ

Social

মলয় দে, নদীয়া : জনবহুল এলাকার একটি গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার হল বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ।ঘটনাটি শান্তিপুর ২১ নম্বর ওয়ার্ডের এক নম্বর শান্তিগড় কলোনি নেতাজি নগর এলাকায়।

সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই শান্তিপুরের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় যার কারণে পুকুর এবং জলাশয় জায়গাগুলিতে জল ভরাট হয়ে যায়। বনদপ্তর এর কর্মীদের প্রাথমিক অনুমান আশেপাশে পুকুরগুলোতে জল ভরাট হওয়ার কারণে এই কচ্ছপটি ভেসে জনবহুল এলাকায় ঢুকে পড়েছে।

এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা দুলাল হালদার বলেন, গতকাল বিকেল নাগাদ তার বাড়ির সামনে একটি রাস্তায় এই বিলুপ্ত প্রজাতির কচ্ছপ টিকে লক্ষ্য করে তারই এক বাড়ির সদস্য। এরপর কচ্ছপটিকে বাড়িতে নিয়ে এসে সযত্নে রেখে দেন। পরবর্তীতে সিদ্ধান্ত নেয় বাড়িতে না রেখে বনদপ্তরের হাতে তুলে দেওয়াটা উচিত। কিন্তু পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকজন ব্যক্তি কচ্ছপ টিকে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু দুলাল হালদার দিতে রাজি হয়নি। তিনি রাতেই ফোন করেন বনদপ্তরে, শুক্রবার ওই এলাকায় পৌঁছায় শান্তিপুরে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা এবং ফ্ল্যাটসেল টারটেল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করে বনদপ্তরে পাঠানোর ব্যবস্থা করেন।

অনুপম সাহা জানান, স্বভাবতই এরকম জনবহুল জায়গাতে এই ধরনের বিলুপ্ত প্রজাতির কচ্ছপ দেখা যায় না। যদিও বেশ কয়েকদিন ধরে বর্ষা হওয়ার কারণে হয়তো আশপাশ লাগোয়া কোন একটি পুকুর থেকে ভেসে চলে এসেছে। স্বভাবতই পরিবারের এই ধরনের উদ্যোগকে আমরা যথেষ্ট সাধুবাদ জানাই কারণ পরিবেশের বিলুপ্ত প্রাণীরা পরিবেশের একমাত্র সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসে।

Leave a Reply