মলয় দে নদীয়া:- “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে” কবির এই উক্তিটি বা “বিশ্বপিতা তুমি হে প্রভু” গানের লাইনটি আজকের দিনে বিশেষ তাৎপর্যপূর্ণ।
সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন গণমাধ্যমে ৮ই মার্চ বিশ্ব নারী দিবসের কথা সকলেরই জানা! কিন্তু ১৯শে নভেম্বর “আন্তর্জাতিক পুরুষ দিবস” হিসেবে কতটুকুই বা জানি আমরা ? অথচ মাতৃজঠরে জন্ম নেওয়ার পর নারী পুরুষ নির্বিশেষে সংসারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বদ্ধপরিকর পুরুষ অন্য কোন মহিলার দ্বারা মিথ্যা মামলা, নিপীড়িত শোষিত হওয়ার পর বছরে আমাদের দেশে ৯৮০০০ পুরুষ আত্মহত্যা করেন! শুধু তাই শ্রীলতাহানি সংক্রান্ত মামলার ৭৩.৮ শতাংশ এবং বধূ নির্যাতনের ৮০শতাংশ মামলা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে এমনটাই কেন্দ্র সরকারের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গে পুরুষদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা “অভিযান”।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন কানাডা, ভারত,পাকিস্তান, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড সিঙ্গাপুর, কানাডা, ডেনমার্ক ,অস্ট্রিয়া ,সুইডেন, কিউবা সহ সারা বিশ্বে প্রায় 70 টিরও বেশি দেশে পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস।
লিঙ্গ ভেদে নিরপেক্ষ আইন প্রণয়ন, বধূ নির্যাতন শ্রীলতাহানি ধর্ষণের আইনের অপব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে একত্রিত করতে ২০১৭ সালে পশ্চিমবঙ্গে কাজ শুরু করে “অভিযান”। রাজ্যের প্রত্যেকটি জেলা কমিটি তৈরি হয়।মঙ্গলবার নদীয়ার কৃষ্ণনগর মিউনিসিপালিটি হলে মহামানব স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে জেলার প্রতিটি ব্লক এবং শহরে গঠিত হলো কমিটি।
উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি গৌরব রায়, কো-অর্ডিনেটর রিয়া শর্মা, ভাইস চেয়ারম্যান শৌণক গুহ, জেলা অবজারভার রীতম দে সহ অন্যান্যরা।