মলয় দে নদীয়া :-সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রানু মন্ডল যদি সেলিব্রেটি হতে পারে, তবে কোথাও না শিখে অসাধারণ দুর্গা প্রতিমা বানিয়ে কেন নয়?
নদীয়ার শান্তিপুর বাগচীর বাগান এলাকার পেশায় টোটো চালক গৌতম দেবনাথ এর একমাত্র ছেলে তন্ময় শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। কুম্ভকার সম্প্রদায়ভুক্ত না হওয়া সত্ত্বেও, এমনকি প্রতিবেশী দের মধ্যেও মৃৎশিল্পী না থাকা সত্ত্বেও শুধুমাত্র মনের আগ্রহে প্রথম শ্রেণীর তে পড়ার সময় থেকেই তন্ময় প্রতিবছর দুর্গা প্রতিমা গড়েন। টিফিনের খরচ বাঁচিয়ে দুর্গা প্রতিমার সাজসজ্জা কেনে। তবে এখনো পর্যন্ত কোনো ক্রেতা না পাওয়ার কারণে প্রতিবছরেই এই দিনে মর্মাহত হয় সে। তবে হাল ছাড়তে নারাজ, সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে দৃষ্টি আকর্ষণ করেছিল গতবার, তাতেও কাজ না হওয়ায় এবার সংবাদমাধ্যমে সাহায্য চেয়েছে সে। তন্ময়ের মা সোনালী দেবী জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে তার ইচ্ছা অনুযায়ী, এ বিষয়েই পড়াশোনা করাতে চান তাকে। তবে কোনো সহৃদয় ব্যক্তি যদি ছেলের ঠাকুর নিয়ে পুজো করতেন, তাহলে ও আরো অনুপ্রাণিত হতো। ছেলের গড়া সরস্বতী পুজো বাড়িতে পূজিত হয় তবে দুর্গাপুজো অনেক খরচ তাই, আজ সকলের মন খারাপ দেবনাথ পরিবারে।