মলয় দে, নদীয়া, পূজো পার্বণ হোক বা পরিণয়! সকল সহকর্মী বরণডালা অত্যাবশ্যকীয়, হিন্দু উপাচারে। বেত-বাঁশের চাঁচালি দিয়ে তৈরি এক বিশেষ ধরনের পাত্র ব্যবহার কর্ম ক্ষেত্রে কৃষি পরিবারের চাল-ডাল মুড়ি ছোলার মতো নানা খাদ্যশস্য এবং নানাবিধ মসলা ঝাড়াই বাছাই করার কাজে ব্যবহৃত হয়। তবে বিভিন্ন শুভকর্মের উপাচারে বরণডালা সাজা তে কুলো চাই চাই। আর এই কুলো নিয়ে, বিবাহের জল সাধতে যাওয়া হোক বা বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে বাড়ির মহিলারা গুলো নিয়ে নাঁচতে দেখা যেতো। মাঝে বেশ কয়েক বছর যাবৎ তা প্রায় বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়, তবে আধুনিক প্রজন্মের ইভেন্ট ম্যানেজমেন্ট এর ব্যবসায়ীরা নতুন ভাবে এই কৃষ্টি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে।
অন্যদিকে অভিনবত্বের খোঁজে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের বিবাহ তাদের পরিবার শ্রেষ্ঠত্বের খোঁজে তা ভাড়া করে থাকেন। নদীয়ার শান্তিপুর একটি বাড়ির অনুষ্ঠানে দেখা গেল এই চিত্র ।