দেবু সিংহ, মালদা : অবসরপ্রাপ্ত বয়স্ক নাগরিক কমিটির উদ্যোগে পাথরের হনুমান মূর্তি উন্মোচন করা হলো শুক্রবার।
এদিন সকাল দশটা নাগাদ, ঢাক বাজিয়ে পূজার্চনার মাধ্যমে উন্মোচন করা হয় পাথরের হনুমান মূর্তির।
ইংরেজবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের রামনগর কাচারি এলাকায় হনুমান মন্দিরে পাথরের মূর্তি বসিয়ে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি জহর দাস, সম্পাদক মলয় পাল সহ অন্যান্য সদস্যরা।
এই অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আসা ভক্তরাও ভিড় জমিয়েছিলেন এদিন। পুজোর আগে ঘী, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় পাথরের হনুমান মূর্তিটিকে। এরপর ঢাক, কাসর বাজিয়ে শুরু হয় পূজার্চনা। পাঠ করা হয় হনুমান চালিশা।এই উপলক্ষে শনিবার ভক্তদের মধ্যে অন্য প্রসাদ বিতরণ করা হবে।
এই বিষয়ে সংগঠনের সম্পাদক মলয় পাল জানিয়েছেন, গত এক বছর ধরে তারা রামনগর কাছারি এলাকায় হনুমানের মন্দির তৈরি করেছেন। শুক্রবার পাথরের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। তিনি বলেন, এই সংগঠনের সকল সদস্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এলাকার পরিবেশ যেন ভালো থাকে সেই কারণে হনুমান মন্দির তৈরি করেন তারা।অবসরপ্রাপ্তরা মন্দির প্রাঙ্গণে এসে মন খুলে কথা বলতে পারবেন এবং তার পাশাপাশি হনুমানের পূজার্চনা করতে পারবেন। সেই উদ্দেশ্যেই হনুমান মূর্তির উন্মোচন করা হয়।