ব্যক্তিগত উদ্যোগে নদীয়ার কৃষ্ণনগরের ছোট্ট গ্রামে গড়ে উঠলো রোলার স্কেটিং প্রশিক্ষণ কেন্দ্র

Social

মলয় দে, নদীয়া :-সারা বাংলার কোথাও যে জিনিস চোখে পড়েনি, এবার সেই জিনিসই গড়ে উঠছে নদীয়ার কৃষ্ণনগরের কাছে ছোট্ট একটি গ্রামে।

হ্যাঁ, রোলার স্কেটিং এর কথা বলছিলাম। রোলার স্কেটিং এর ট্রেনিং এর জন্য বাংলা তো দূরে থাক, গোটা পূর্ব ভারতেও কোন ট্র‍্যাক নেই। একটুও সরকারি আর্থিক সাহায্য না নিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নদীয়ার কয়েকজন বন্ধু মিলে গড়ে তুলেছেন আস্ত একটি স্পোর্টস ভিলেজ। আর তাতে প্রধান আকর্ষণই হল রোলার স্কেটিং ট্র‍্যাক। এখন বাংলার স্কেটাররা কলকাতার মাত্র একশ কিলোমিটারের মধ্যেই স্কেটিং করার সূযোগ পাবেন। দীপক রায়, চন্দন রায় ও তাদের বন্ধু অমিতাভ চক্রবর্তী, নিমাই পাল মিলে নিজেদের উদ্যোগে গড়া এই স্পোর্টস ভিলেজ নিয়ে স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখাচ্ছেন উদীয়মান স্কেটারদেরও।
আর শুধু স্কেটিংই নয়, স্পোর্টস ভিলেজের ভিতরে তৈরি হচ্ছে স্যুইমিং পুল, রাইফেল শ্যুটিং, খোখো কাবাডি, পর্বতারোহন, ক্যারাটে, নাচ, গান, নাটক, এম্পিথিয়েটার, আর্ট গ্যালারি, লাইব্রেরি থেকে অনেককিছু।

এবছর ১৫ই আগস্টে উদ্বোধন করার ইচ্ছে স্পোর্টস ভিলেজের, জানিয়েছেন উদ্যোগীরা। দশ বিঘে জায়গা জুড়ে সবুজ ঘেরা এই পরিবেশে উইকেন্ডে হলিডে হোমের উষ্ণতা নিতে পারবেন আপনিও। এককথায় বলা যায়,নদীয়া জেলার চকদিগনগর স্পোর্টস ভিলেজ হল ক্রীড়া ও সংস্কৃতির মেলবন্ধন। জেলা পেরিয়ে, বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণ নিতে আগত সকল বয়সের মুখে ফুটেছে হাঁসি, শরীরের সাথে মনের স্বাস্থ্যবর্ধক হবে বলেই অভিমত পোষণ করেছেন তারা।

Leave a Reply