দেবু সিংহ,মালদা ঃ বৃহস্পতিবার মালদায় উদ্বোধন হল মালদা সৈনিক ট্রেনিং এন্ড কোচিং একাডেমির। উদ্বোধন করলেন কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুণকুমার গোস্বামী। এদিন দুপুরে মালদার কোতুয়ালি মাঠে এই একাডেমির শুভ উদ্বোধন হয়। এই কোচিং সেন্টারে বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীদের পুঁথিগত এবং শারীরিক প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে যাতে এই ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যেকোনো জায়গায় সৈনিকের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।
কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুণ কুমার গোস্বামী বলেন, আমি ব্যক্তিগতভাবে এলাকার যুবক যুবতীদের জন্য এরকম একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। এলাকায় এই ধরনের একটি কোচিং সেন্টার হওয়াতে এলাকার যুবক-যুবতীরা ভীষণ ভাবে উপকৃত হবে।
এই কোচিং একাডেমির বিপ্লববাবু জানান, বহু যুবক-যুবতী আছে যারা বিভিন্ন ক্ষেত্রে সৈনিকের চাকরি পেতে চায় কিন্তু সঠিক প্রশিক্ষণ না থাকার জন্য অল্পের জন্য তারা বাদ হয়ে যান। আমরা এখানে তাদেরকে সঠিক প্রশিক্ষণ দিয়ে তৈরি করে দেব যাতে সহজেই তারা যেকোন ক্ষেত্রে সৈনিকের চাকরি পেতে পারেন।