শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্ট

Social

মলয় দে নদীয়া:- ফুটবলে জনপ্রিয়তা ফেরাতে ও স্থানীয় ক্লাবগুলোকে অনুপ্রেরণা যোগাতে বিধায়ক অরিন্দম ভট্টাচার্যর তত্ববধানে আয়োজিত হল ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট। শান্তিপুর কলেজ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের ক্রীড়া বিশেষজ্ঞ, বিভিন্ন ক্রীড়াপ্রেমী সংস্থা সহ আপামর শান্তিপুরবাসি। শান্তিপুর মুসলিম ইউনিয়ন ক্লাব রানার্স এবং শান্তিপুর জি এ আই রিজার্ভ উইনার্স হয় ট্রাইব্রেকারের ৩/২ গোলের মাধ্যমে। রানার্স ১০০০০ টাকা এবং উইনার্স কে ১৫০০০ টাকার চেক প্রদান করা হয়।

বিধায়ক জানান বিভিন্ন ক্লাব কে আগামী কয়েকদিনের মধ্যেই ক্রীড়াপ্রেমী প্রতিটি ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম হিসাবে ক্রিকেট, ফুটবল, কেরাম বোর্ড সহ বেশ কিছু খেলার সরঞ্জাম প্রদান করা হবে। বর্তমান প্রজন্ম যাতে শরীর চর্চার প্রধান উপায় হিসেবে খেলা কে বেছে নেয়, সেই জন্যই এই উদ্যোগ।