আদিবাসী গ্রামে সামাজিক সচেতনতা ও উপহার তুলে দিল জাতীয় সমর শিক্ষার্থী  বাহিনী (এনসিসি) ক্যাডেট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন

Social

সোশ্যাল বার্তা: ২০২০ অন্যান্য বছরের তুলনায় এবছর একটু ভিন্ন । করোনা আবহে সাধারণ মানুষের জীবন জরাজীর্ণ।তবু বছরের শেষ দিন সকলে যখন পিকনিক হৈ হুল্লোড় করতে ব্যস্ত ঠিক তখন কল্যাণী গ্রুপ এক্স জাতীয় সমর শিক্ষার্থী  বাহিনী (এনসিসি) ক্যাডেট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর কিছু সদস্য পৌঁছে গেল পূর্ব বর্ধমান জেলার আদিবাসী অধ্যুষিত গ্রাম চাঁদপুর ।

এলাকার ৩০ টি পরিবারের মহিলাদের নিয়ে চলে সচেতনমূলক শিবির- বাল্য বিবাহ ,নারীশিক্ষা ,জন্মনিয়ন্ত্রন নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করার জন্য । বছরের শেষ দিনটিকে আরও মধুর করে তুলতে ৫৫ টি বাচ্চার হাতে উপহার স্বরূপ  তুলে দেওয়া হয় পুরানো ব্যবহার যোগ্য জামা শীতবস্ত্র । এছাড়াও দেওয়া হয় কচি-কাঁচাদের লজেন্স । এলাকার মহিলাদের হাতে তুলে দেওয়া হয় পুরানো কাপড় । এছাড়া মায়েদের দেওয়া হয় ব্যবহার যোগ্য পুরানো জামা ,যেগুলো তারা মাঠে কাজ করার সময় গায়ে দিতে পারবে। জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর সদস্যরা কঠোর অনুশাসন মেনে চললেও সনাজ গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য ।

Leave a Reply