দেবু সিংহ,মালদা: শ্রমিকের কাজ নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন মালদার মালতিপুরের জালালপুর গ্রামপঞ্চায়েতের নাজিমুল হক (১৮) ও
আনিকুল হক,(৩০)। কিন্তু গতকাল সন্ধ্যে সাতটায় কাশ্মীরে তাদের আস্তানায় জঙ্গীদের হামলা হয়। এলোপাথাড়ি গুলি চালায়। তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম এই দুই যুবক। বর্তমানে কাশ্মীরের হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামে খবর আসতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকা।
একমাস আগে মালতিপুর বিধানসভার চন্দ্রপাড়ার হযরতপুরের এই দুই বাসিন্দা কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন। ঈদের আগে ফিরে আসার কথা ছিল। কিন্তু আকস্মিক গতকালের ঘটনায় শোকস্তব্দ গোটা গ্রাম। আহত আনিকুলের স্ত্রী জানান গতকাল সন্ধ্যের সময় মোবাইলে কথা হয়েছিল। সেই সময় গুলির আওয়াজ শুনতে পান। তারপর আর কথা হয়নি।
মালতিপুরের বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি জানান খবর পেয়েই পরিবারের পাশে দাড়িয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ঘটনার কথা জানানো হবে। এলাকাবাসী মহঃ আলী জিন্না জানান এই এলাকার অনেকেই কাশ্মীরে শ্রমিকের কাজে যান। এমন অঘটন প্রথম ঘটলো।